এখন চলছে সবার দুঃসময়
চারিদিকে মানুষের আর্তনাদ
প্রতিক্ষণে পিছিয়ে চলেছি আমরা সবাই
অন্ধকার, নীরব হাহাকার...
হাহাকার...
কোথায় জ্বলছে আগুন
আগুন জ্বলছে কোথায়
এ আগুন ক্ষণিকেই নিভে যাবে না
ক্রমশই বেড়ে চলেছে সমাজের অত্যাচার
বিক্রিত উম্নাদ আজ এ জীবন...
বিক্ষত সমাজের মাঝে
অসহায় আমি
কেন আজ তোমরা সবাই
এত স্বার্থপর
রক্তাক্ত মেঘের আঁধারে
সবই মায়াময়
সবকিছু মিলিয়ে যায়
বিষন্ন আঁধারে
আজও সবাই বেঁচে আছি
একটি আশায়
যা কোনদিন পূরণ হবে না
চলেছি আমরা সবাই
আঁধার ঘেরা পথে
যা কোনদিন শেষ হবে না
বিক্ষত সমাজের মাঝে
অসহায় আমি
কেন আজ তোমরা সবাই
এত স্বার্থপর
রক্তাক্ত মেঘের আঁধারে
সবই মায়াময়
সবকিছু মিলিয়ে যায়
বিষন্ন আঁধারে
চারিদিকে মানুষের আর্তনাদ
প্রতিক্ষণে পিছিয়ে চলেছি আমরা সবাই
অন্ধকার, নীরব হাহাকার...
হাহাকার...
কোথায় জ্বলছে আগুন
আগুন জ্বলছে কোথায়
এ আগুন ক্ষণিকেই নিভে যাবে না
ক্রমশই বেড়ে চলেছে সমাজের অত্যাচার
বিক্রিত উম্নাদ আজ এ জীবন...
বিক্ষত সমাজের মাঝে
অসহায় আমি
কেন আজ তোমরা সবাই
এত স্বার্থপর
রক্তাক্ত মেঘের আঁধারে
সবই মায়াময়
সবকিছু মিলিয়ে যায়
বিষন্ন আঁধারে
আজও সবাই বেঁচে আছি
একটি আশায়
যা কোনদিন পূরণ হবে না
চলেছি আমরা সবাই
আঁধার ঘেরা পথে
যা কোনদিন শেষ হবে না
বিক্ষত সমাজের মাঝে
অসহায় আমি
কেন আজ তোমরা সবাই
এত স্বার্থপর
রক্তাক্ত মেঘের আঁধারে
সবই মায়াময়
সবকিছু মিলিয়ে যায়
বিষন্ন আঁধারে