17 November, 2013

Nishith Rater Badol Dhara - নিশীথ রাতের বাদল ধারা

আমার নিশীথ রাতের বাদল ধারা এসো হে গোপনে
আমার স্বপ্নলোকে দিশাহারা ।।
ওগো অন্ধকারের অন্তরধন, দাও ঢেকে মোর পরান মন --
আমি চাই নে তপন, চাইনে তারা ।।
যখন সবাই মগন ঘুমের ঘোরে নিয়ো গো, নিয়ো গো,
আমার ঘুম নিয়ো গো হরণ করে ।
একলা ঘরে চুপে চুপে এসো কেবল সুরের রূপে --
দিয়ো গো, দিয়ো গো,
আমার চোখের জলে দিয়ো সাড়া ।।

01 November, 2013

দু’চোখ দিয়েই দ্যাখো - সায়ান - Du Chokh Diyei Dekho by Sayan

আজ শিক্ষিত লোকে গবেষণা করে
কার চেয়ে কে বড়
কাজী নজরুল, নাকি রবীন্দ্রনাথ
বলো কে বেশী বড়