24 October, 2013

Invisible Man

you don't see me
i'm standing right in front of you
your eyes go through me to a dream
that isn't there

21 October, 2013

দিশেহারা এই হৃদয় আমার (নীরবে)

দিশেহারা এই হৃদয় আমার
বড় কষ্ট পেয়েছে
বারে বারে এই আমায়
শুধু প্রশ্ন করেছে

কবিয়ানা - সায়ান - Kobiyana by Sayan

কবির হবে স্বভাব এলোমেলো
কবির মাথায় অবিন্যস্ত চুল
এই পৃথিবী দেখছে স্নেহের চোখে
কবির ঘরের, কবির ঘরের দেয়াল জোড়া ঝুল ।।

13 October, 2013

বেঁচে থাকার গান

যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা
জেনো কেড়ে নিতে দেবোনা
যদি ছেড়ে যেতে বলে শহুরে কথকতা
জেনো আমি ছাড়তে দেবোনা

07 October, 2013

একা (Eka) - shironamhin

রাত্রি ক্লান্ত জীর্ন শীর্ন
আঁধো চাঁদের আলো
পিচ ঢালা পথ
কখনো ধূসর
কখনও বা কালো
সারাটা পথ জুড়ে আমি একা

06 October, 2013

Please Forgive Me - by Bryan Adams

It still feels like our first night together
Feels like the first kiss
It's getting better baby
No one can better this

05 October, 2013

Amar Klanti (আমার ক্লান্তি) by Aurthohin

আর পারি না আর পারি না
আমার ভীষণ ক্লান্ত লাগে
আর জমে না আর জমে না
রঙ্গীন স্বপ্ন মনের তলে

Sharthopor - (স্বার্থপর) by Trap

চলে যদি যাবি দূরে স্বার্থপর, আমাকে কেন জোছনা দেখালি
হবি যাদি নাও ভাসিয়ে দেশান্তর, পাথরের বুকে ফুল কেন ফুটালি
আমারি সীমানায় সেতো তোর ছায়া, সেখানে করে বিচরন দুখের নিবাশ।
ও রাখিস কি খবর তোর আঘাতে জমে গেছে নীল আকাশে জমিনের নীল বেদনা।(২)

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি

আমার সোনার বাংলা
আমি তোমায় ভালবাসি

চিরদিন তোমার আকাশ ।।
তোমার বাতাস
আমার প্রানে
ওমা আমার প্রানে বাজায় বাঁশী

04 October, 2013

Aj Raate Kono Rupkotha Nei - আজ রাতে কোনো রুপকথা নেই

চাঁদমামা আজ বড্ড একা
বড় হয়েছি আমি
রোজ রাতে আর হয়না কথা
হয়না নেয়া হামি

03 October, 2013

Jonosrot by Warfaze - জনস্রোত - ওয়ারফেজ

সবাই বলে, আর তুমিও বলো
আর তুমি কি বলো, আর তুমি কি বলো, বলো?
যে পথ জনস্রোত করেছে অবরোধ
সেই পথ এখনও কি লাগছে ভালো?
কি লাগছে ভাল, বলো?

02 October, 2013

Rupkotha - Mizan [Warfaze] - রূপকথা - মিজান [ওয়ারফেজ]

শক্তি দাও বিধাতা, অনন্তকাল ধরে জ্বলছে হৃদয়
হয়তো কেউ বোঝেনা কত সত্য প্রণয়
এসেছিলে বাঁচাতে আমায়, ভরে দিলে নতুন আশায়
রূপকথার মত

Amar Ontor(আমার অন্তর) By Adhar

আমার এ অন্তর চায়, শুধু যে তোমায়
দেখাবো কেমনে, বলনা তোমায়?
আমি শুধু ভালবাসি, তোমার ঐ
মুখের হাসির চাঁদ।

Tomake (তোমাকে) by Warfaze

শুধু শুধুই ভাবনা
যেতে চাইলে যাও চলে যাও
তবু কেন এ কান্না
জানি ভাল থাকতে
শুধু বলোনা ভুলতে
চাইনা বাঁচার উপদেশ
দিন এমনিই কাঁটবে
খেয়ালের ফাঁদে

Majhe Majhe (মাঝে মাঝে)

কাটছে আমার দিনগুলো সব যেমন ইচ্ছে তেমন
ভাবছি না আর নতুন করে অতীত ছিলো কেমন
সূর্য দেখে ভাবছি না আর কখন হবে রাত
মিষ্টি হাসি তোমার ঠোঁটে দৃষ্টি আমার নির্বাক

Akasher Tara (আকাশের তারা)

শেষ বিকলের আলো যখন চলে যাবে
যখন ছুটি নিবে গোধূলী, তুমি কোথায় রবে ?
দিকভ্রান্ত যখন, কেউ নেই পাশে
তখন যদি হাতটা বাড়াই

Anmoney (আনমনে)

যখন চাঁদ ঘুমিয়ে পড়ে
আধাঁর আকাশটাকে ফেলে
শুধু আমি জ়েগে থাকি
তোমার ছবি বুকে নিয়ে

Nikkrishto (নিকৃষ্ট)

কখনো কি তোমার মনে হয় যে তুমি কোথাও নেই?
শুরু কিংবা শেষ……অথবা মাঝামাঝি?
বজ্রপাত হোক আর না হোক…ঘুম তোমার ভাঙ্গুক আর না ভাঙ্গুক
চারিপাশ যে থাকবে তোমারি সবসময়েই অন্ধকার

O Maiya Tor Naam Ki (ও মাইয়া তোর নাম কি?)

ও মাইয়া তোর নাম কি?
নাম দিয়া তোর কাম কি?
কাম না থাকলে জিগাই ক্যান,
মতলবটা কি তুই ক-আমারে।

Amay Joto Dao Hey Batha (আমায় যত দাও হে ব্যাথা)


আমায় যত দাও হে ব্যাথা
হৃদয়ে রাখিবো গাঁথা
একদিন জানি ব্যাথার হবে অবসান।

01 October, 2013

Ektuku Chowa Lage (একটুকু ছোঁয়ালাগে) by Rabindranah Tagore

একটুকু ছোঁয়ালাগে
একটুকু কথা শুনি
তাই দিয়ে মনে মনে
রচি মম ফাল্গুনি।।
একটুকু ছোঁয়া লাগে
একটুকু কথা শুনি।

Ei Brishti Veja Rate (এই বৃষ্টি ভেজা রাতে)


এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে
সময় আমার কাটে না
চাঁদ কেনো আলো দেয় না
পাখি কেনো গান গায় না
তারা কেনো পথ দেখায় না
তুমি কেনো কাছে আসো না?(২)