01 November, 2013

দু’চোখ দিয়েই দ্যাখো - সায়ান - Du Chokh Diyei Dekho by Sayan

আজ শিক্ষিত লোকে গবেষণা করে
কার চেয়ে কে বড়
কাজী নজরুল, নাকি রবীন্দ্রনাথ
বলো কে বেশী বড়
এলো নজরুল, এলো রবীন্দ্রনাথ
বাঙালী তোমার জন্য
তবু গেলো না গেলো না, এখনো গেলো না
বাঙালী মনের দৈন্য

কোথায় সঞ্চয়িতা আর সঞ্চিতাই বা কোথায়
সঞ্চিতা আর সঞ্চয়িতা আজ দাঁড়িপাল্লায়
না, না, কারো অন্তরে নয়
দ্যাখো সঞ্চিতা আর সঞ্চয়িতা
আজ দাঁড়িপাল্লায়

আজ নিচ্ছে ওজন, দেখছে বাঙালী
কোনটা বেশী ভারী
কোনটা পরিত্যাজ্য আর
কোনটা দরকারী
দ্যাখো সঞ্চিতা আর সঞ্চয়িতার কোনটা বেশী ভারী
কোনটা পরিত্যাজ্য আর কোনটা দরকারী

তর্কে নেমেছে, নেমেছে বাঙালী
আজকে কোমর বেঁধে
মাঝখানে পড়ে মরছে শিল্প
পাথর চোখে কেঁদে

এক চোখে চুরুলিয়া আর
এক চোখে জোড়াসাঁকো
এক চোখ বুজে থেকো না বাঙালী
দু’চোখ দিয়েই দ্যাখো

কে ছিল ব্রাহ্ম কবি আর
কে ছিল মুসলমান
কার কবিতার সংখ্যা বেশী
কার বেশী ছিল গান
কে ছিল দোকানদার আর
কার বাবা জমিদার
কে জিতলো পুরস্কার আর
কে পেলো কারাগার
কার গান হলো শুধু গীতি আর
কার গান সংগীত
কার স্বরলিপি আছে, কার নেই
বলো কে বেশী পণ্ডিত

রবীন্দ্রনাথ শান্ত সমুদ্র
নজরুল তাতে টালমাটাল জোয়ার
রবীন্দ্রনাথ মুক্ত মহাকাশ
নজরুল সেই মহাকাশ জুড়ে
তুফান ডাকা বজ্র অহংকার