যখন চাঁদ ঘুমিয়ে পড়ে
আধাঁর আকাশটাকে ফেলে
শুধু আমি জ়েগে থাকি
তোমার ছবি বুকে নিয়ে
চেয়ে থাকি আকাশের তারায়
মিলিয়ে যায় সব যেন কোথায়
জানি এই রাত শেষে
ফিরবে না তুমি আর
তবুও কেন যে আসে
মনের মাঝে তোমার ছবি
কল্পনাতে কেন যে তোমার হাসি শুনি
মেঘের দেশে কি তুমি হারাও আনমনে
কবিতা কি লেখ এখনও আমায় ভেবে
বৃষ্টি নামে যখন তোমার এই শরীরে
আমার ছোয়া কি পাও বৃষ্টির সাথে আনমনে
বৃষ্টি ভেজা এই শরীরে কান্না দেখে না কেউ আমার
অন্ধকার এই ঘরে ডাকি না কাউকে যে
পড়িনা আর সেই কবিতা
দেখি না যে আর জোসনা
অনুভূতিহীন দেয়ালে বন্দী আমি যেন একা
তবুও কেন যে আসে
মনের মাঝে তোমার ছবি
কল্পনাতে কেন যে তোমার হাসি শুনি
মেঘের দেশে কি তুমি হারাও আনমনে
কবিতা কি লেখ এখনও আমায় ভেবে
বৃষ্টি নামে যখন তোমার এই শরীরে
আমার ছোয়া কি পাও বৃষ্টির সাথে আনমনে
ভেঙ্গে যাক তোমার আমার মাঝের ঐ দেয়ালটা
এই যে দেখো দাঁড়িয়ে আমি তোমার হাত ধরবো বলে
মেঘের দেশে কি তুমি হারাও আনমনে
কবিতা কি লেখ এখনও আমায় ভেবে
বৃষ্টি নামে যখন তোমার এই শরীরে
আমার ছোয়া কি পাও বৃষ্টির সাথে আনমনে
শিরোনামঃ আনমনে
কন্ঠঃ রাফা
কথাঃ সুমন
ব্যান্ডঃ অর্থহীন
অ্যালবামঃ অসমাপ্ত ১