29 September, 2013

Nirbodh (নির্বোধ) by Aurthoheen

নিঝুম রাতে ছাদের কোনে বসে থাকি আমি
মনের মাঝে ঘুরতে থাকে সুখের সব স্মৃতি
আকাশ ভেঙে পড়ছে ছাদে মিষ্টি চাঁদের আলো
জোছনটা দেখতে যে সবই লাগে ভালো


হে নির্বোধ তুমি যে এখনো একটি শিশু
ছেড়া কাথায় খুধার্ত শরীরে ভালো লাগেনা কিছু
ভরা পেটে নরম বিছানায় সপ্ন দেখ তুমি
পূর্ণিমার চাদ তাই আমার কাছে ঝলসানো এক রুটি

বূকের মাঝে লুকিয়ে আছে আমার ভালোবাসা
ছড়িয়ে দেব আকাশটাতে নতুন এক আশায়
কোনো এক দিন আমার সামনে এসে দাড়াবে সে
বলবে সে ভালবাসি মুচকি হেসে

তোমার কথা শুনে আমার যে হাসি পায়
কী দেখেছ তুমি নির্বোধ এই ভালবাসায়
ভালোবাসা যে আসলে প্লাস্টিকের ফুল
বর্ণ আছে গন্ধ নেই ধরণা এই ফুল

আমার আছে সুরের জগত্‍ হারাই আমি সেথায়
নতুন গান নতুন সুর আমার গানের খাথায়
সুর দিয়েই আমার জগত্‍ আমি ভরিয়ে রাখি
দূক্ষ আর অস্থিরতা দূর করে ফেলি

সুরের জগত্‍ নিয়ে অহংকার নির্বোধ তুমি
এ জগতেও আছে ভন্ডামি আছে রাজনীতি
মনের মাঝে অনেক কথা আমি বলতে পারিনি
নেতাদের এই নোংরামিতে হারিয়ে গেছি আমি

তোমার এই হতাশা ভুলে গিয়ে অন্যভাবে
চল দেখি এই পৃথিবীটাকে
তোমায় দেখে মনের মাঝে আজ আমার প্রশ্ন জাগে
তবে কী সবই ভুল

নির্বোধ